মির্জাগঞ্জ ৩ নং আমড়াগাছি ইউনিয়নের উপনির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছি ইউনিয়নের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট এ.টি.এম মোস্তাফিজুর রহমান বিজয় লাভ করে নৌকা মার্কার কর্মী, যুবলীগ ও ছাত্রলীগের উপর হামলা, ঘরবাড়ী ও নৌকার নির্বাচনী অফিস ভাংচুর এবং প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
শনিবার বেলা ১ টায় সুবিদখালী কলেজ চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ৩নং আমড়াগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ পারভেজ সিকদার, সুবিদখালী কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম রুবান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল আলম শাহিন।
বক্তারা বলেন, মটোরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী এ্যাড. এ.টি.এম মোস্তাফিজুর রহমান বিজয় লাভ করে নৌকা মার্কার সমর্থকদের উপর হামলা, বসতঘর ও নৌকার নির্বাচনী অফিস ভাংচুর ও প্রাণনাশের হুমকি হুমকি দিচ্ছে। নবনির্বাচিত চেয়ারম্যানের নির্দেশে তার গুন্ডা বাহিনী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক শাহআলম কে পিটিয়ে বাম পায়ের হাড় ভেঙ্গে দিয়েছে। ময়দায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজের বাবা মোঃ মালেক সিকদারের ব্যবসা প্রতিষ্ঠান ও হামলা চালিয়ে ভাংচুর করে। বক্তারা এই হামলার নিন্দা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাছে সুষ্ঠু বিচার দাবী করেন।
এসময় মানববন্ধনে ৩নং আমড়াগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল আউয়াল মৃধা, ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মস্তোফা সহ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত