ক্ষোভ ঝাড়লেন আর্জেন্টিনার কোচ

| আপডেট :  ০২ ডিসেম্বর ২০২২, ১২:৪১  | প্রকাশিত :  ০২ ডিসেম্বর ২০২২, ১২:৪১

কাতার বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডকে রীতি মতো উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট পর্ব নিশ্চিত করেছে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় শুরু হওয়া ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট নিশ্চিত করে দু’বারের চ্যাম্পিয়নরা। নক আউট পর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে নক আউট পর্বের সূচি নিয়ে খুশি নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

নক আউট পর্ব প্রতিটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। শনিবার (৩ ডিসেম্বর) নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাচ্ছেন না আর্জেন্টিনা। আর তাই পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়লেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘আমার মনে হয়, দুই দিনের কাছাকাছি সময়ে আরেকটি ম্যাচ খেলতে নামা পুরোপুরি পাগলামো। তবুও সেটিও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর। আমার মাথায় কিছুতেই ঢুকছে না।’

নক আউট পর্বের সময় সূচি নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এখন সময় কত? রাত ১টা বেজে গেছে প্রায়। মানে বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। কালকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এরপর দিনই আবার মাঠে নামতে হবে। আমরা তো গ্রুপের সেরা, আরেকটু বিশ্রাম আমরা পেতে পারতাম।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত