দুমকি উপজেলা ছাত্রলীগ নেতাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ সিকদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্সের উপর ককটেল হামলা হয়েছে। এতে ছাত্রলীগ নেতা এস এম প্রিন্স আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল থেকে ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টায় দুমকির বটতলা এলাকায় এ ককটেল হামলার ঘটনা ঘটে। দুমকি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন, আমি ও প্রিন্স রাত ১১ টায় মোটরসাইকেল যোগে উপজেলার তালতলী বাজার থেকে দুমকি আসার পথে বটটলা অতিক্রম করার সময় পূর্ব থেকেই ওর পেতে থাকা বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে জীবন নাশের চেষ্টা করে। এতে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্স আহত হয়েছেন। তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লে ভর্তি করা হয়েছে।
দুমকি থানা অফিসার ইন চার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করি, সেখান থেকে ৪টি ককটেল ও বিস্ফোরিত ককটেলের ধ্বংসাবশেষ উদ্ধার করি। এব্যাপারে দুমকি থানায় বিস্ফোরক আইনে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা নং ০২ তারিখ ০৯-১২-২২ ইং।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত