কটিয়াদীতে রোকেয়া দিবস পালিত

| আপডেট :  ০৯ ডিসেম্বর ২০২২, ০৮:১৯  | প্রকাশিত :  ০৯ ডিসেম্বর ২০২২, ০৬:১১

আফজল হুসাইন, কিশোরগঞ্জ থেকে: কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘শেখ হাসিনার বার্তা-নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনাসভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,উপজেলার শ্রেষ্ঠ জয়িতা মানসুর আক্তার মালা প্রমুখ।

অনুষ্ঠানে ৫ জন উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মানান ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিগণ। এ সময় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত