৫শত মানুষকে বিরিয়ানি খাওয়াচ্ছেন আর্জেন্টাইন ভক্তরা

| আপডেট :  ১৯ ডিসেম্বর ২০২২, ১০:২৭  | প্রকাশিত :  ১৯ ডিসেম্বর ২০২২, ০১:১৫

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলার রাতে বরগুনা শহরের টাউনহল এলাকায় ৫ শতাধিক মানুষকে বিরিয়ানি খাওয়ানোর আয়োজন করেছেন স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা। ৫০ জন সমর্থকের টাকায় কেনা হয়েছে বিশাল একটি গরু।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে ওই গরু জবাই করা হয়েছে রাতের প্রীতিভোজের জন্য।

জানা যায়, আজ রাত ৯টায় আর্জেন্টিনার মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পেয়ন ফ্রান্স। এ নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আনন্দ ও উল্লাস বিরাজ করছে।

পাপশ নামে এক সমর্থক জানান, ৫০ জন সমর্থক মিলে ১ লাখ ৫১ হাজার টাকা দিয়ে ওই গরু কিনেছেন তারা। যদিও এই ভোজ নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা তবুও আশপাশের ৫ শতাধিক মানুষ অংশ নেবেন বলে আশা করছেন তারা।

জলফু ও বাদল নামের দুই সমর্থক বলেন, ভোজের আয়োজনে সমর্থকরা স্বত্বস্ফুর্ত ভাবে সহযোগীতা করছেন। বিশ্বকাপের ফাইনাল খেলার বিরতিতে সবাই মিলে ভোজ করবো। আমরা আশাবাদী আজ আর্জেন্টিনা বিজয়ী হবে এবং মেসি আজ আর্জেন্টিনাকে চ্যাম্পিফন ট্রফি উপহার দেবেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত