জাজিরায় বন্দবস্ত জমির দখল পেতে সাংবাদিক সম্মেলন

| আপডেট :  ২৩ ডিসেম্বর ২০২২, ১০:৪৪  | প্রকাশিত :  ২৩ ডিসেম্বর ২০২২, ১০:৪৪

রতন আলী মোড়ল, জেলা প্রতিনিধি,(শরীয়তপুর): শরীয়তপুর জাজিরার পূর্বনাওডোবা ইউনিয়নের চর ভাওর মৌজার, ১১৬ জন ভূমিহীন পরিবারের বন্দোবস্ত ডিসিআর নেয়া জমির দখল পেতে, ভুক্তভোগীরা এক সাংবাদিক সম্মেলনের করেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার সময় জাজিরা প্রেসক্লাব অস্থায়ী কার্যালয় উপস্থিত হয়ে,ভুমিহীন সাধারণ ভুক্তভোগীরা সাংবাদিক সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন ১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ হইতে পর্যায়ক্রমে জাজিরার পূর্ব নাওডুবা ইউনিয়নের ১১৬ টি ভূমিহীন পরিবার চর ভাওর (৫০)নং মৌজায় প্রত্যেকে ১ একর করে সর্বমোট ১১৬ একর জমি বন্দবস্ত নেয়।

তবে পূর্ব নাওডোবা ইউনিয়নের প্রভাবশালী রাজ্জাক মাঝি,উজ্জ্বল মাঝি,গোলাম মাঝি, সোহরাব মাঝি সহ মাঝি পরিবারের সদস্যরা জোরপূর্বক সে জমি দখল করে রাখে। সেখানে স্থানীয় মাঝি পরিবার প্রভাবশালী হওয়ায় বন্দোবস্ত নেয়া পরিবাররা জমি ভোগ দখল করতে পারছেন না, অসহায় ভূমিহীন ১১৬ টি পরিবারের সদস্যরা।

সাংবাদিক সম্মেলনে অসহায় ভূমিহীন পরিবারের সদস্যরা জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, শরীয়তপুর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বন্দোবস্তকৃত জমির ফিরিয়ে আনতে দখল পেতে সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত