বিএনপিকে জাতীয় সম্মেলনে দাওয়াত দিলো আওয়ামী লীগ

বিএনপিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের জাতীয় সম্মেলনের দাওয়াত দিলো আওয়ামী লীগ। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে আমন্ত্রণপত্র নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।
স্থায়ী কমিটির তিন সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান ও নজরুল ইসলাম খানের নামে দাওয়াত কার্ড পৌঁছে দেয়া হয়।
এ সময় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, এবার দলের জাতীয় সম্মেলন সাদামাটা হচ্ছে। সম্মেলন নিয়ে ব্যস্ততা থাকায় দাওয়াত দিতে দেরি হয়েছে।
এদিকে দাওয়াত কার্ডের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের জেলে রেখে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন কিনা, সে সিদ্ধান্ত নেবেন বিএনপির সিনিয়র নেতারা।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন হবে। সম্মেলনের সব প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে।
আওয়ামী লীগের এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। এই বিষয় সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত