জাজিরার কৃষি পণ্যের প্রথম চালান গেলো সুইজারল্যান্ড
রতন আলী মোড়ল, জেলা প্রতিনিধি(শরিয়তপুর): শরিয়তপুরের জাজিরায় কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে উৎপাদিত সবজি ও ফল বিদেশে রপ্তানির প্রাথমিক পদক্ষেপ হিসাবে প্রথম চালান সুইজারল্যান্ডের পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনজন কৃষকের উৎপাদিত কৃষিপণ্য রপ্তানি কারকদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় কচু, কাচামরিচ এবং লাউ রপ্তানি কারকদের নির্দেশ অনুসারে সঠিক ও উত্তম উপায়ে সর্টিং, গ্রেডিং এবং প্যাকেজিং করে রপ্তানি কারক প্রতিষ্ঠান বি এইচ ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রতিনিধির কাছে বুঝিয়ে দেয়া হয়। যা পর্যায়ক্রমে বিভিন্ন রপ্তানি প্রক্রিয়া শেষে (৪-জানুয়ারি) সুইজারল্যান্ড যাবে। প্রথম পরীক্ষামূলক চালান হিসেবে জাজিরা থেকে ৬৫ কেজি কাচা মরিচ, ৭০ কেজি কচু এবং ২০ কেজি লাউ যাচ্ছে।
জাজিরার উৎপাদিত সবজি রপ্তানি করতে পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জামাল হোসেন এবং সহযোগিতায় ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন হাওলাদার এবং মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পন্য হস্তান্তরের সময় জাজিরার কাজীরহাট মিরাশা চাষী বাজার কমিটির সদস্যগন এবং বিভিন্ন গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
এবিষয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল হোসেন বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পরপর আমাদের লক্ষ্য ছিলো জাজিরার উৎপাদিত বিভিন্ন সবজি ও ফল রপ্তানি বিষয়ে কাজ করা। তারই ধারাবাহিকতায় গত (২৭-ডিসেম্বর) আমরা জেলা এবং উপজেলা প্রশাসন, রপ্তানিকারক, কৃষক ও কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী এবং গনমাধ্যম কর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা করি। ফলশ্রুতিতে এবার প্রথনবারের মত তিন সবজি তথা লাউ, কচু এবং কাচামরিচের প্রথম চালান বি এইচ ট্রেড ইন্টারন্যাশনাল এর মাধ্যমে সুইজারল্যান্ড যাচ্ছে। আমরা আশাবাদী এটি অব্যাহত থাকলে এই অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে চমৎকার একটি প্রভাব পরবে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত