ধুনট থেকে মাদকের আগ্রাসন রুখে দিতে বদ্ধপরিকর: ওসি রবিউল ইসলাম
সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম. পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় ধুনট উপজেলা মাদক মুক্ত করতে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম।
এছাড়াও ধুনট উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে (ওসি) মো. রবিউল ইসলাম এর দিক-নির্দেশনায় ধুনট পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নে থানা পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন এবং মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে গ্রেফতার অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে ধুনট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আইজি স্যারের নির্দেশ বাংলাদেশকে মাদক মুক্ত করতে হবে। যেহেতু আমি ধুনট থানার দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে আমি ধুনট উপজেলাকে মাদক মুক্ত করার জন্য আমি সহ থানার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, ধুনট বাসীর সার্বিক সহযোগীতা পেলে আমি ধুনট উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করবো ইনশাল্লাহ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত