এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল বরিশালই?

| আপডেট :  ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২  | প্রকাশিত :  ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২

২০১২ থেকে ২০২১, একবারও বিপিএল শ্রেষ্ঠত্বের মুকুট পায়নি বরিশাল। তবে ২০২২ আসরের ফাইনালে বরিশালবাসীর সেই আক্ষেপ ঘুচিয়ে চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের দল। তবে চ্যাম্পিয়নের এই তকমাটা ধরে রাখতে এবার যেন আরও জোরেসোরে কোমর বেঁধে নেমেছে বরিশাল। বলতে গেলে, দেশি কিংবা বিদেশি, সব দিকেই শক্তিশালী ক্রিকেটার দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বরিশালের ব্যাটিং ডিপার্টমেন্টে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গী মুশফিক ও রিয়াদ এবারও বরিশালেই খেলছেন। আছেন বাংলাদেশের দলের অধিনায়ক নাজমুল শান্ত, সাথে আছেন তরুণ তুর্কি তাওহীদ হৃদয়ও। তাদের সঙ্গে ডেভিড মালান ও পাথুম নিসাঙ্কা খেলবেন বিদেশি কোটায়।

অলরাউন্ডার মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ ও জেমস ফুলারের পাশাপাশি রিশাদ হোসেনের কথাও বিবেচনায় রাখতে হবে। তবে বিগ ব্যাশ বিসর্জন দেয়া এই লেগি আদৌ একাদশে কয়টা ম্যাচে সুযোগ পাবেন, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

বোলিং ইউনিটে দলটির সবচেয়ে বড় তারকা শাহিন শাহ আফ্রিদি । এ ছাড়া এবাদত হোসেন, নান্দ্রে বার্গার, শহিদুল, তানভীর, রিপন মণ্ডল, নাঈম হাসান, তাইজুল ইসলামদের মতো ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতেই মধুর বিড়ম্বনায় পড়তে হতে পারে বরিশাল টিম ম্যানেজমেন্টকে।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে আগামীকাল সোমবার দুপুরে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল। ম্যাচটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত