কালকিনি থানার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনকরেন পুলিশ সুপার মাসুদ আলম
সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুর জেলার কালকিনি থানার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিকভাবে পরিদর্শন করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম (বার), পিপিএম। পরিদর্শন কালে পুলিশ সুপার মহোদয় তদন্ত্র কেন্দ্রের ব্যারাক পরিদর্শন করেন এবং সকলের সাথে মতবিনিময় করেন।
সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য আহবান করেন এমন কিছু যা করলে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় তা করতে নিষেধ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জানার মনিরুজ্জামান ফকির, (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্বে জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখা), অতিরিক্ত পুলিশ সুপার জনাব আলাওল হাসান, (সদর সার্কেল) এবং সহকারী পুলিশ সুপার জনাব মনিরুল ইসলাম (অপারেশন) ও খাসের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনদাদ হোসেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত