দুমকিতে এমপি কানিজ সুলতানা হেলেনের কম্বল বিতরণ

| আপডেট :  ২৯ জানুয়ারি ২০২৩, ০৪:৩৩  | প্রকাশিত :  ২৯ জানুয়ারি ২০২৩, ০৪:৩৩

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আওয়ামীলীগের অসহায় দুঃস্থ নেতাকর্মী ও শীতার্ত জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এমপি’র পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি ) বিকাল ৪টায় দুমকি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এর বড় ছেলে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহিন হোসেন তালুকদার জয়।

এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অসহায় দুস্থদের মাঝে ৪শতাধিক কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত