ধুনটে স্কুলছাত্রীকে ইভটিজিং প্রতিবাদ করায় বাবা ছেলেকে ছুরিকাঘাত
সুমন হোসেন, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে স্কুল ছাত্রীদের ইভটিজিং এর প্রতিবাদ করায় বাবা ছেলেকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল শো ডাউন দিয়ে চলে যায় বখাটে রাব্বি, সৈকত ও তাদের লোকজন।
সোমবার (৩০ শে জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বখাটেরা ধুনট বাজার থেকে ৭/৮টি মোটরসাইকেল নিয়ে এলাঙ্গী বাজারে প্রবেশ করে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় আহতরা হলো- এলাঙ্গী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুল মিয়া (৪০) ও তার ছেলে সোহাগ মিয়া (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামের কিছু যুবক প্রায়ই এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের কয়েক ছাত্রীকে ইভটিজিং করে আসছিল। এরূপ চলাকালে প্রায় ৭/৮ দিন আগে কয়েক ছাত্রীকে উত্যাক্ত করার সময় প্রতিবাদ করে সাবেক মেম্বার বাবুল মিয়ার ছেলে সোহাগ। এতে বখাটেরা তার উপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় রাব্বি, সৈকত ও তাদের লোকজন ধুনট থেকে ৭/৮টি মোটরসাইকেল নিয়ে এলাঙ্গী বাজারে প্রবেশ করে সোহাগকে একা পেয়ে মারধর করতে থাকে। খবর পেয়ে তার বাবা সাবেক মেম্বার বাবুল মিয়া এগিয়ে আসলে বখাটেরা বাবা-ছেলে দুই জনকেই ছুরিকাঘাত করে মোটরসাইকেল শো-ডাউন দিয়ে চলে যায়।
সাবেক মেম্বার বাবুল মিয়া জানান, অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় মামলা করতে আসলে প্রতিপক্ষরা ভয়ভীতি দেখিয়ে নানা মাধ্যমে মামলা না করে আপোষ করার জন্য চাপ সৃষ্টি করেছে। তবে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের নিয়ে মীমাংসার জন্য বসা হবে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনার পর দুই পক্ষই থানায় এসেছিল। থানায় থাকাকালিন বিষয়টি মীমাংসা হয়নি। তবে মঙ্গলবার মীমাংসার লক্ষে এলাকার চেয়ারম্যান মেম্বারদের নিয়ে স্থানীয় ভাবে বসার কথা আছে। ওসির বক্তব্যের সূত্র ধরে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক প্রামানিক বলেন, মীমাংসার জন্য মঙ্গলবার বিকেল ৩টায় বসার কথা রয়েছে। তবে নিউজ লেখা পর্যন্ত ওই ঘটনার মীমাংসা জনিত কোন ফলাফল পাওয়া যায়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত