বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক কারাগারে, নেতাকর্মীদের বিক্ষোভ

| আপডেট :  ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:১০  | প্রকাশিত :  ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:১০

বগুড়া জেলা প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার (৩১শে জানুয়ারি) বগুড়ায় জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী ছাত্রদলের ওই দুই নেতাকে কারাগারে পাঠান।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ জানান, গত ২০শে নভেম্বর ২০২২ইং পুলিশের দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় হাইকোর্ট থেকে তারা জামিনে ছিলেন। আজ ৩১শে জানুয়ারী দুপুরে মঙ্গলবার বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জামিন আদেশ বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে আদালত চত্বরে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত