আবারও বাংলাদেশ নিয়ে মেসির ভালবাসা প্রকাশ

| আপডেট :  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৯  | প্রকাশিত :  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৯

কাতার বিশ্বকাপ শেষ হয়েছে দেড় মাস। এবারের বিশ্বকাপ ফুটবল ট্রফি জয় করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার গল্প ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। বাংলাদেশের একটি বড় অংশ সাফট করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনাকে। তাই দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ নিয়ে মুখ খুললেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

সম্প্রতি আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে বিশ্বকাপ জয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়েও কথা বলেছেন এ তারকা ফুটবলার।

মেসি বলেন, ‘হ্যাঁ আমি দেখেছি বিশ্বকাপে বাংলাদেশের মানুষের সমর্থন। সব জায়গায় ১০ নম্বর জার্সি। বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্টিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।’

বিশ্বকাপ চলাকালীন স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন— ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।’

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার গল্প বিশ্ব গণমাধ্যমে বেশ ফলাও করে ছাপা হয়। ব্যাপারটিতে আর্জেন্টাইনরা এতটাই আপ্লুত ছিল যে, তারা বুয়েনসেও বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত