রাতে ঐতিহ্যের মিলান ডার্বিতে মুখোমুখি ইন্টার ও এসি মিলান

সিরি আয় ঐতিহ্যের মিলান ডার্বি। সান সিরোতে রাত পৌনে ২টায় মুখোমুখি ইন্টার ও এসি মিলান। ভিন্ন ম্যাচে নামছে টেবিল টপার নাপোলিও।
ইন্টার ও এসি মিলানের গেলো দু’মৌসুমের রাজত্বে এবার হানা দিয়েছে নাপোলি। পয়েন্ট টেবিলে আধিপত্য নেপলসের ক্লাবটির। তাতে কি? লিগে বছরের প্রথম মিলান ডার্বি বলে কথা। লড়াইটা মর্যাদার, যেই দ্রুপদি মহারণে এক শহর ভাগ লাল আর নীলে।
ইনজুরি বড় দুশ্চিন্তা এসি মিলান কোচ স্টেফানো পিওলির জন্য। ইসমায়েল বেনাসের, ফিকায়ো তোমোরি ও গোলরক্ষক মাইক মাইগনানকে পাচ্ছেন না ইতালিয়ান ট্যাকটিশিয়ান। জ্লাতান ইব্রাহিমোভিচ অনুশীলনে ফিরলেও এ ম্যাচে খেলা হচ্ছে না।
অলিভিয়ের জিরু ও রাফায়েল লিয়াও এর উপর চোখ পিওলির। লিগে ৮ গোল করে সেরা পাঁচে পর্তুগিজ তারকা। নগর প্রতিদ্বন্দীদের হারাতে পারলেই দুইয়ে উঠে আসবে এসি মিলান।
লউতারো মার্টিনেজ, এডিন জেকোদের নিয়ে সময়টা ভালোই কাটছে ইন্টার মিলানের। তবে সান সিরোতে লিগের শেষ দুই ডার্বিতে হেরেছে নেরাজ্জুরিরা।
ইনজুরিতে জোয়াকিন কোরেয়াকে না পেলেও ফিরছেন মার্সেলো ব্রোজোভিচ। সিমোনে ইনজাঘির শুরুর একাদশে সুযোগ হতে পারে রোমেলু লুকাকুর।
দু’দলের ২৩৪ দেখায় এগিয়ে ইন্টার মিলান। জিতেছে ৮৬ ম্যাচ। বিপরীতে এসি মিলানের জয় ৭৯টি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত