বিপিএল ছেড়ে পাকিস্তানে গিয়েই ৬ বলে ৬ ছক্কা ইফতেখারের

| আপডেট :  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২০  | প্রকাশিত :  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২০

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি ম্যাচে খেলেছেন পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে একটি সেঞ্চুরিসহ বেশ কয়েকটি ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন। পিএসএল খেলার জন্য বিপিএলের মাঝপথে দেশে ফিরে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ফেললেন ইফতেখার! আর যাকে তিনি এই বেদম মার দিয়েছেন, সেই ওয়াহাব রিয়াজও খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে খেলেছেন।

আজ রবিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পেশাওয়ার জালমির বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচে ইফতেখার এই তাণ্ডব চালান। সেটাও আবার অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজের বলে! ইনিংসের শেষ ওভারের আগে ইফতিখারের রান ছিল ৪৪ বলে ৫৮। অন্যদিকে তখন পর্যন্ত ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন ওয়াহাব। কিন্তু ওই শেষ ওভারেই বদলে যায় সব কিছু। বেদম পিটুনি খান ওয়াহাব। ইনিংস শেষে অপরাজিত ইফতেখারের নামের পাশে ৫০ বলে ৯৪*।

ম্যাচটি যেহেতু স্বীকৃত টি-টোয়েন্টি নয়, তাই ইফতেখারের ছয় বলে ছয় ছক্কা রেকর্ড বইয়ে লেখা থাকবে না। স্বীকৃতি টি-টোয়েন্টিতে ছয় বলে ছয়টি ছক্কা মেরেছেন যুবরাজ সিং, লিও কার্টার ও কাইরন পোলার্ড। এ ছাড়া রস হোয়াইটলি, হজরতউল্লাহ জাজাইও একই কীর্তি গড়েছেন, তবে তাদের সেই ওভারে একটি করে ওয়াইড ছিল। উল্লেখ্য, চলতি বিপিএলে বরিশালের হয়ে ১০ ম্যাচ খেলে এক সেঞ্চুরি, তিন ফিফটিতে ৩৪৭ রান করেছেন ইফতেখার। তার গড় ৬৯.৪০ আর স্ট্রাইকরেট ১৬৪.৩৯।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত