মেসির সঙ্গে চুক্তি নবায়নের আলাপ চলছে, জানাল পিএসজি

কাতার বিশ্বকাপের আগেই লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল পিএসজি। কিন্তু মেসি জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপের পরে ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাববেন তিনি। ওই বিশ্বকাপ শেষ হয়েছে। মেসি ও তার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেননি লিও।
সংবাদ মাধ্যম ওই দেরির ফাঁকে নানান তথ্য দিয়েছে। কোন সাংবাদ মাধ্যম দাবি করেছে যে, মেসি ও পিএসজি চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছে গেছে। বাকি শুধু কাগজ-পত্রে সই করা। আবার কেউ দাবি করেছে, প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না লিও। কারণ মৌসুম শেষে ফ্রি এজেন্টে ক্যাম্প ন্যুতে ফিরতে চান তিনি।
এবার পিএসজির পক্ষ থেকে চুক্তির বিষয়ে আপডেট জানানো হলো। দলটির স্পোটিং ডিরেক্টর সংবাদ মাধ্যম টেলিফুটকে জানিয়েছেন, চুক্তি নবায়নের বিষয়ে দুই পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা মেসির সঙ্গে চুক্তি করতে চান বলেও উল্লেখ করেছেন।
পিএসজির স্পোটিং ডিরেক্টর বলেছেন, ‘এই মুহূর্তে আমরা মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি অস্বীকার করবো না যে, আমি তাকে এই প্রজেক্টে রাখতে চাই। ওই লক্ষ্য পূরণে আমরা তার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি।’
মেসির যখন প্যারিসে চুক্তি নবায়নের সম্ভাবনা তখন নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জনও আছে। বিষয়টি নিয়ে ক্লাবটির স্পোটিং ডিরেক্টর বলেছেন, ‘বিশ্বাস করুন, নেইমারের প্রতি আমার সমালোচনা একেবারেই শূন্য। তার বিষয়ে আমার মুখে কেবল ভালো কথাই আসবে। সে সবসময় ঠিক মতো অনুশীলনে আসে, ফুরফুরে মেজাজে থাকে। এই নেইমার অসাধারণ।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত