বগুড়ায় সভাপতি-সা: সম্পাদকের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সুমন হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নবাববাড়ী সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহরাব হোসেন বাপ্পির সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম। বগুড়া শহর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ হাসান শিবলুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু নাসের, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, নিরব, আমিনুল ইসলাম, সাজু আহমেদ রবি, সানজাদ হোসেন, সুজন, রিতু, মিল্লাত হোসেন প্রমুখ।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলসহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার করে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। ছাত্রদলের আন্দোলন থামানো যাবে না। কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে মিথ্যা মামলার জবাব দেয়া হবে।
এসময় বক্তারা অবিলম্বে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গত মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বগুড়া জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত