ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে মৃত্যু বেড়ে ২৩০০

| আপডেট :  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৬  | প্রকাশিত :  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৬

সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৩০০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়বে। ভূমিকম্পে আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। বহু মানুষ এখনো নিখোঁজ।

ভূমিকম্পের পর তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে।

ভূমিকম্পে শুধু তুরস্কে এখন পর্যন্ত ১ হাজার ৫৪১ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়াতে মৃত্যু হয়েছে ৮১০ জনের।

তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর স্থানীয় সময় দুপুরে তুর্কির দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও একটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহর।

শহরটিতে প্রথম দফার ভূমিকম্পের পর ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্ক ও সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সমবেদনা জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়াসহ অনেক দেশ তুরস্কের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এদিকে ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে নামে তুরস্কের উদ্ধারকর্মীরা। উদ্ধার কার্যক্রম চালাতে তারা হিমশিম খাচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত