বিপিএল শেষ তামিমের, শঙ্কায় ইংল্যান্ড সিরিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে খুলনা টাইগার্সের শেষ চারে উঠার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগেই। নিয়মরক্ষার দুইটি ম্যাচ এখনো বাকি। তবে এসব কিছুকে ছাপিয়ে দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেটের জন্য। ইনজুরিতে বিপিএলের শেষ অংশ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। শঙ্কা রয়েছে আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়েও।
তামিমের চোট নিয়ে খুলনার প্রথান কোচ খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে জানিয়েছেন, কুচকির পুরোনো চোট নিয়ে তামিম ইকবাল একটু সমস্যায় আছে। আমাদের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও তাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। বিপিএলে বাকি ম্যাচে খেললে হয়তো তার সমস্যা হতে পারে।
এছাড়া আরও বলেন, আমাদের যেহেতু বিপিএলের প্লে-অফে খেলার সুযোগ নেই। তাই তামিম ইকবালকে নিয়ে আমরা রিক্স নেব না। যেহেতু আগামী মাসেই ইংল্যান্ড সিরিজ।
মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজে পূর্ণ ফিট থেকে খেলতে চাইবেন তামিম। তাই এই ব্যাটারকে নিয়ে ঝুকি নিতে চাইছে না বিসিবি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত