তেরখাদায় এইচ এস সি’র ফলাফলে রেকর্ড গড়লো সরকারি নর্থ খুলনা কলেজ
খুলনা, তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার সরকারি কলেজ ও উপজেলার সর্ব প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নর্থ খুলনা কলেজ বছর এইচ এস সি পরিক্ষায় শুধু মাত্র কলেজের নয় তেরখাদা উপজেলার ইতিহাসে সর্বোচ্চ ২৭ জন পরীক্ষার্থী সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত হয়েছেন।যশোর শিক্ষা বোর্ডের আওয়াতাধীন কলেজটি কলেজটি সৃষ্টি লগ্ন থেকে থেকে শিক্ষা বিস্তারে কাজ করে আসছে।
এ বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ৮৩.৪৪ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হয়।
সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মনিরুল হক বলেন, সৃষ্টির শুরু থেকে কলেজটি এ জনপদের মানুষের শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তেরখাদার প্রতিটি সন্তানকে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করবে সরকারি নর্থ খুলনা কলেজ। অপরদিকে উপজেলার একমাত্র মহিলা মহা বিদ্যালয় চিত্রা মহিলা কলেজের মোট পরিক্ষার্থীর ২৪ জন পরিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত হয়। তাদের মোট পরিক্ষার্থীর ৮৪.১৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়।
অপরদিকে শতদল মহা বিদ্যালয়ের মোট পরিক্ষার্থীর জিপিএ ৫ প্রাপ্ত হয়। তাদের পাশের হার ৭২.৮৫ শতাংশ। উল্লেখ্য সরকারি নর্থ খুলনা কলেজ শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক সফলতা অর্জন করেছে। ফলশ্রুতিতে জাতীয় শিক্ষা সপ্তাহ্ ২০২২ এ কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক খুলনা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।
জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে নেয় কলেজটি। প্রতিষ্ঠানটি ২০২২ সালে কলেজ পর্যায়ে তেরোখাদা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এবং ২৩ টি ক্যাটাগরির ১৭ টি পুরষ্কার লাভ করে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত