চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পাশের হার ৯৮.৩৩%

| আপডেট :  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৩  | প্রকাশিত :  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৩

লোকনাথ সরকার, কচুয়া, চাঁদপুর প্রতিনিধি: সাফল্যের ধারাবিাহিকতা অব্যাহত রেখে চাঁদপুরের কচুয়ায় চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৯৮.৩৩% পাশ করেছে।

এ বছর এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে মোট ১২০ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ জন ব্যবসাশিক্ষা থেকে ৩৩ জন মানবিক থেকে ৫২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।

এই বছর এ কলেজ থেকে মোট জিপিএ ৫ পেয়েছেন ২৬ জন। এর মধ্যে বিজ্ঞান থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২০ জিপিএ ৪ ১৪পেয়েছে জন অকৃতকার্য হয়েছেন ১ জন।

মানবিক থেকে ৫২জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ৪ জন জিপিএ ৪ পেয়েছে ৩৭ জন জিপিএ ৩ পেয়েছে ১০ জন অকৃতকার্য হয়েছে ১ জন। ব্যবসায় শিক্ষা থেকে ৩৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২জন জিপিএ ৪ পেয়েছে ২৯ জন জিপিএ ৩ পেয়েছে ২ জন।

চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধক্ষ মো: মোশারফ হোসেন বলেন, শিক্ষার্থীদের এই রেজাল্টের সাফল্যে আমি খুবই আনন্দিত। পড়াশুনায় তাদের কোনো ঘাটতি ছিলনা। তাদের কঠোর অধ্যবসায়, শিক্ষক, অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত