মুরাদিয়ায় আ.লীগের ধাওয়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচী পন্ড(ভিডিওসহ)

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৬

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ দুমকি উপজেলার মুরাদয়া ইউনিয়নে আওয়ামীলীগের ধাওয়ায় বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা সমাবেশ কর্মসূচি পন্ড হয়ে গেছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার জয়গুন নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

সূত্র জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নে বোর্ড অফিস বাজারের পদযাত্রা শেষে জয়গুন নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির নেতৃবৃন্দ পদযাত্রা মিছিলের স্লোগানে এবং সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি মুলক বক্তব্য রাখায় ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করলে উক্ত পদযাত্রা পন্ড হয়ে যায়। মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তরিকুল ইসলাম খান বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা সকাল ১০.০০ টায় মুরাদিয়ায় কর্মসূচি পালনকালে আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলায় কমপক্ষে ৪/৫ জন নেতাকর্মী আহত হন।উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান সিকদার বলেন, মুরাদিয়া ইউনিয়ন আ. লীগের শান্তি সমাবেশ চলাকালে বিএনপি’র নেতাকর্মীরা সরকারকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ছাত্রলীগ সেটা প্রতিহত করেছে। আমরা কোন হামলা করিনি।

এবিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবদুস সালাম বলেন, এ রকম হামলা হয়েছে বলে আমার জানা নেই। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করে নি। অপরদিকে শ্রীরামপুর, আঙ্গারিয়া, লেবুখালি ও পাঙ্গাশিয়া ইউনিয়নে বিএনপির শান্তিপূর্ন ভাবে ‘পদযাত্রা’ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

ভিডিও দেখুন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত