দুই মাস ব্যাপী আইপিএলের শুরুতেই যাদের মুখোমুখি

| আপডেট :  ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪২  | প্রকাশিত :  ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪২

জমজমাট আইপিএলের ষোলোতম আসর তথা ২০২৩ আইপিএলের সূচি প্রকাশিত হয়েছে। এবারের এই আসর শুরু হবে ৩১ মার্চ। আর শেষ হবে ২৮ মে। প্রায় দুই মাস ব্যাপী এই আসরের প্রথম ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও চারবারের চ্যাম্পিয়ন মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

এবারের আসরে দশটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিবে। ২০১৯ সালের পর এবারই প্রথম আইপিএল হতে যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।

গেল মৌসুমের মতো এবারও দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।

নিয়ম অনুযায়ী একটি দল নিজ গ্রুপের প্রত্যেক দলের সঙ্গে একবার করে এবং অন্য গ্রুপের দলগুলোর সঙ্গে দুইবার করে খেলবে। এভাবে প্রত্যেকটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলবে।

৩১ মার্চ থেকে ২১ মে পর্যন্ত ৫২ দিনে ১২টি শহরে গ্রুপপর্বে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি— এই দশটি নিয়মিত ভেন্যু ছাড়াও এবার কিছু খেলা হবে রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম ভেন্যু গৌহাটি ও পাঞ্জাব কিংসের দ্বিতীয় হোম ভেন্যু ধর্মশালায়।

রাজস্থান তাদের প্রথম দুই ম্যাচ খেলবে গৌহাটিতে। এরপর বাকি পাঁচটি ম্যাচ খেলবে জয়পুরে। অন্যদিকে পাঞ্জাব তাদের প্রথম পাঁচটি ম্যাচ খেলবে মোহালিতে। আর শেষের দুইটি ম্যাচ খেলবে ধর্মশালায়।

ষোলোতম আসরে মোট ১৮দিন একদিনে হবে দুইটি করে ম্যাচ। লিগপর্বে প্রত্যেক শনি ও রবিবার হবে দুইটি করে ম্যাচ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল চেন্নাই ও মুম্বাই ৮ এপ্রিল ও ৬ মে মুখোমুখি হবে। আর ৬ মে তাদের মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে আইপিএল ১০০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত