হাথুরুসিংহের ঢাকায় আসার দিনক্ষণ জানা গেল

| আপডেট :  ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫  | প্রকাশিত :  ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫

দীর্ঘ ৬ বছর পর আবারও বাংলাদেশের ডেরায় ফিরছেন শ্রীলঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহে। দুই বছরের চুক্তিতে তিন ফরম্যাটের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে সদ্যই দায়িত্ব পেয়েছেন এই লঙ্কান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথে বিসিবি সভাপতি জানিয়েছিলেন আসছে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন হাথুরুসিংহে। অবশেষে বিসিবির পক্ষ থেকে জানা গেছে আগামীকাল (২০ ফেব্রুয়ারি) সোমবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে হাথুরুর।

টাইগারদের সঙ্গে দ্বিতীয় মেয়াদে হাথুরুর প্রথম অ্যাসাইনমেন্ট ইংল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজ। যেখানে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। সেই সিরিজকে মাথায় রেখে বাংলাদেশে এসে একদিন বিশ্রাম নিয়েই পরদিন জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন হাথুরুসিংহে।

এই লঙ্কান কোচ এর আগে ২০১৪ সালে প্রথমবার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন। তিন বছর কাজ করার পর চুক্তি থাকা সত্ত্বেও আচমকাই পদত্যাগ করেন হাথুরু। নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নিতে উচ্চ বেতনে সেখানেই পাড়ি জমান এই কোচ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত