বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

| আপডেট :  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৩  | প্রকাশিত :  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪১

বগুড়া জেলা প্রতিনিধি: আগামী ৫ই মার্চ জিয়া সাইবার ফোর্সের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা শাখার উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪শে ফেব্রুয়ারী) রাত ৯:৩০ মিনিটে বগুড়া জেলা জিসাফোর’র আহ্বায়ক এম রিমন হোসেনের সভাপত্বিতে এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) শেখ উজ্জলের সঞ্চালনায় এ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তারা শুরুতেই দ্রব্য-মূল্যের লাগামহীনদাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, আপোষহীন দেশনেত্রী ৩ বারের সফল জনপ্রিয় প্রধানমন্ত্রী, বগুড়ার গর্ব দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী আদায়,গণতন্ত্র ফেরত আনা,দেশনায়ক তারেক রহমানকে দেশে ফেরত আনা সহ যেকোন কর্মসূচিতে বিগত দিনের ন্যায় আগামীতেও জিয়া সাইবার ফোর্স অনলাইনে সরব ভূমিকা রাখবে। পাশাপাশি অফলাইনেও রাজপথে সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

এসময় সবাইকে সাথে নিয়ে আগামী ৫ই মার্চ ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভায় বগুড়া থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহন থাকবে এজন্য সকল ইউনিটকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আহবায়ক এম,রিমন হোসেন।

এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা জিসাফো নেত্রী রাহুমা ইসলাম,জেলা জিসাফো নেতা সোহানুর রহমান, ধুনট উপজেলা জিসাফোর সভাপতি আল- ইমরান,সাধারণ সম্পাদক স্বাধীন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সুমন হোসেন,সোনাতলা জিসাফোর সভাপতি রাশেদ,শেরপুর উপজেলা সভাপতি সাব্বির জায়দার,সারিয়াকান্দি উপজেলা জিসাফো নেতা সুজন।এছাড়াও উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা জিসাফোর শরিফুল,সারিয়াকান্দি উপজেলা জিসাফোর লিমন,রোমান বাদশা,নাসিম ইসলাম,শেরপুর উপজেলা জিসাফো নেতা নাহিদ হাসান,আশরাফুল ইসলাম,এস এম স্বাধীন,জিলানী সরকার,রহমতুললাহ বারী,রাজিব খান,রুহুল ইসলাম,বিনতো,সৈকত প্রমুখ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত