দুমকিতে ৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

| আপডেট :  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১০  | প্রকাশিত :  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১০

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি-পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায় ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ণ সহ মোট ৭ দফা দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার(২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টানের সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র দাস এর উদ্যোগে উপজেলার সৃজনী বিদ্যানিকেতন সংলগ্ন ব্রিজ থেকে একটি মশাল মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে একই এস্থানে এসে শেষ হয়।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের দুৃমকি শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল মিত্র, সিনিয়র সদস্য শ্রী রাম চরন গাইন ভুলু, গোবিন্দ মাস্টার, সংগঠনিক খোকন চন্দ্র শীল, আইন বিষয়ক সম্পাদক বিধান চন্দ্র দাস, সহ-সভাপতি অমল চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক সুখরঞ্জন করাতি প্রমুখ।

বক্তারা সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে আগামীতে নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসহ ৭দফা দাবি করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত