দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার প্রানকন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দুমকি আপতুননেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ২দিন ব্যাপী ৫৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে।
২৬ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ড. হারুন অর রশীদ হাওলাদার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য জাকারিয়া কাওসার বাবু গাজী প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহামুদা হেপী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ড. হারুন অর রশীদ হাওলাদার বলেন, দুমকি উপজেলার ঐতিহ্যবাহী এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দুমকি আপতুননেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের আমি একজন প্রাক্তন ছাত্র। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে চাকরি, ব্যবসা, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন।
উদ্বোধনী অনুষ্ঠান এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও ডিসল্পে প্রদর্শন করে বিদ্যালয়টির ছাত্রছাত্রীরা।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত