প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল সেক্টরে নারীর ক্ষমতায়ন উন্নতি লাভ করছে: আব্দুল সোবহান গোলাপ এমপি
রিপোর্ট মো. সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুর ৩ আসনের সাংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল সেক্টরে নারীর ক্ষমতায়ন উন্নতি লাভ করছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আব্দুল সোবহান গোলাপ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তাঁর সে স্বপ্ন পূরনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সন্তানেদের বাবার নামের পাশে মায়ের নাম ব্যবহারে নিয়ম করে পুরুষের পাশপাশি নারীদের সম্মানের উচ্চ আসনে বসিয়েছেন। নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। দেশকে সমৃদ্ধশালী করতে হলে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশের মোট জনসংখ্যার অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী। নারীদের পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না, নারীদের সাথে নিয়ে অগ্রসর হতে হবে।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চায়না খানম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কহিনূর সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা চেয়ারম্যান মৗর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ পৌর মেয়র এসএম হানিফ সরদার, যুগ্ন-সম্পাদক লোকমান হোসেন সরদার, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন সরদার মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট শারমিন জাহান হেলেনা কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন ফকির, কালকিনি উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত, সদর সাধারণ সম্পাদক কাদের প্যাদা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাধারণ সম্পাদক ডলি রহমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সর্দার লিখনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত