তেরখাদায় জাতীয় পরিসংখ্যান দিবস অনুষ্ঠিত

| আপডেট :  ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৪  | প্রকাশিত :  ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৪

তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে তেরখাদা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে তৃতীয়বারের মতো দিবস টি অনুষ্ঠিত হচ্ছে আর উপজেলা পর্যায়ে এবারই প্রথম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন- তেরখাদা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ইকবাল হোসেন। তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, সহকারী প্রোগ্রামার লিডম পল বালা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত