গোয়াইনঘাটে অগ্নিকান্ডে পুড়লো দোকান ও গুদাম
সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে কুপার বাজারে অগ্নিকান্ডে পুড়লো একটি দোকান ঘর ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি ব্যবসায়ীর।
রবিবার(২৬ ফেব্রুয়ারি)গভীর রাতে উপজেলার কুপার বাজারে আগুন লেগে মেসার্স কামাল ভেরাইটিজ ষ্টোরে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর গ্রামের মৃত আবু মিয়া ছেলে কামাল হোসেন (৩৩) এর ব্যবসা প্রতিষ্ঠানে ও গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১কোটি দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছ। ২৭ ফেব্রুয়ারি সকালে কামাল হোসেন গোয়াইনঘাট থানায় একটি সাধারন ডায়েরী করেন যাহার নং ১১৫২। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ দোকানের মালিক কামাল হোসেন জানান, প্রতিদিনের মতোই সব কাজ শেষে রাতে সারে ১০ টার দিকে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে থান। হঠাৎ রাত সারে ১২ টার দিকে মুটো ফোনে বাজারের ব্যবসায়ী কামরুল ফোনে খবর দিলে ঘুম ভাঙ্গে দোকানে এসে দেখি দোকান ও গুদামে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি ও পার্শ্ববর্তী ফার্নিচারের মেস্তরীরা পানি দিয়ে আগুন নিভাতে চেষ্টা করলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পরে এবং তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে জড়ো হয় পরবর্তীতে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী লোকজন এসে ঘণ্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
এছাড়াও কামাল হোসেন কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, আমার সব শেষ। আগুনে আমার একমাত্র সম্বল দোকান ঘরটিসহ দোকানের মালামাল সব পুড়ে চাই হয়ে গেছে। দোকানে থাকা চাল, ডাল,আটা, ময়দা,ভোজ্য তেল,ড্যানিশ দুধ চিনিসহ বিভিন্ন ধরনের মালামাল ও নগদ টাকা মিলিয়ে ১কোটি দশ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
কুপার বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক সালা উদ্দিন সরকার বলেন বিষয়টি দু:খ জনক রাত সারে ১২টার দিকে মসজিদের মাইকে ঘোষণা শুনে ঘটনাস্থলে যাই।বাজারের ব্যবসায়ী কামাল হোসেনের দোকান ঘর পুড়ে গেছে।এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়েছে।তৎক্ষণাৎ বিষয়টি উপজেলা চেয়ারম্যান কে আমি অবগত করেছি।
রুস্তমপুর ইউপি ৩ নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন বলেন,রাতে আগুন লাগার খবর মসজিদের মাইকে ঘোষণা পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদুত্যিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত