চমক নিয়ে ঘোষিত হলো ব্রাজিলের প্রীতি ম্যাচের স্কোয়াড

| আপডেট :  ০৪ মার্চ ২০২৩, ১২:৫৬  | প্রকাশিত :  ০৪ মার্চ ২০২৩, ১২:৫৬

চলতি মাসে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ র‍্যামন মেনেজেস। আর এই দলে রয়েছে অনেকগুলো চমক। বাদ পড়েছেন অনেকেই, আবার ডাক পেয়েছেন তরুণ কিছু ফুটবলার।

র‍্যামন মেনেজেস সম্প্রতি অনুর্ধ্ব ২০ কোপা আমেরিকায় ব্রাজিলকে নিয়ে শিরোপা জিতেছেন। সেই দলের অনেকেই ডাক পেয়েছেন এই স্কোয়াডে।

গোলকিপার হিসেবে এতদিন নাম্বার ওয়ান থাকা অ্যালিসন বেকার বাদ পড়েছেন। এখানে ডাক পেয়েছেন এডারসন, মাইকেল এবং ওয়েভারটন।

ডিফেন্সেও এসেছে অনেক পরিবর্তন রয়েছে। ইনজুরির কারণে নেই থিয়াগো সিলভা। বাদ পরেছেন ব্রেমার। দলে এসেছেন ইভানেজ, এডার মিলিটাও, মার্কুইনহোস, রবার্ত রেনান, আর্থার, এমারসন, আলেক্স টেল্লেস, রেনান লোদি।

মিডফিল্ডে জায়গা হয়নি ব্রুনো গুইমারেস, ফ্রেডদের। দলে এসেছেন আন্দ্রে, আন্দ্রে সান্তোস, কাসেমিরো, জোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা, রাফায়েল ভেইগা।

আক্রমণভাগ থেকে বাদ পড়েছেন রাফিনহা। দলে এসেছেন ভিটর রোকো, রনি, রিচার্লিশন, রোদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, অ্যান্থনি।

২৩ সদস্যের ব্রাজিল দল
গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), উইভারটন (পালমেরাস)

ডিফেন্ডার: ইবানেজ (রোমা), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলাস (সেভিয়া), রেনান লোডি (নটিংহ্যাম)

মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)

ফরোয়ার্ড: এন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত