বন্দর নুরবাগের কিশোর গ্যাং বেবি রাজুর নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে আহত ৩ জন আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জের বন্দরের নুর বাগের পাতলার ছেলে, কিশোর গ্যাং খ্যাত বেবি রাজুর নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে ৫ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে মধ্যে তিনজন ৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
১৩ মার্চ গণমাধ্যমকে নিলুফা জানান, হামলার আশঙ্কায় নিরাপত্তার কথা ভেবে রহিম, বাদশা মিয়া নিলুফা বাসা থেকে বের হয়ে থানায় যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে আগে থেকে ওৎ পেতে থাকা বন্দর এলাকার এাস, পাতলার পোলা বেবি রাজুর নেতৃত্বে, নুরুজ্জামান পিতানুর ইসলাম পাতলা, আমিন, মুখলেছ, সাদ্দাম আসোক আলি, সাঈদূল পিতাকাদির, আমানুল্লাহ, আলামিন ফালটু পিতা যাবর, রাকিব পিতা জববার, রাবিব পিতা আলামিন, একই এলাকার আলামিন পিতা সেলিম নাসির পিতা আক্তার হোসেন, কুত্তা সানি, সায়ম, জালাল উদদীন জালু বন্দর এর রাজবারী এলাকার অজ্ঞাত মোট ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনীরা চাপাতি, রামদা,চাইনিজ কুরাল, লোহার পাইপ দেশিয় অস্র সস্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি কুপায় এ হামলায় নিলুফা, রহিম, বাদশা মিয়ার অবস্থা আশঙ্কাজনক গুরুতর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাটানো হয়।
একাধীক এলাকাবাসী অভিযোগ করেন পাতলার ছেলে রাজু এলাকায় দীর্ঘদীন যাবত কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছেন পাশাপাশি নুরবাগ সহ আশে পাশের কলোনী এলাকায় রয়েছে তার বিশাল মাদকে হাট, এমন কোন অপকর্ম নেই সে না করে।
আরেক ভুক্তভোগী বন্দর থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের সাধারন সমপাদক রাজু আহমেদ জানান কিছু দিন আগে এই পাতলার পোলা রাজু আমার সাথে বিরোধ তৈরী করতে চায়, বন্দর এর যুবলীগ নেতা খান মাসুদ ভাই আপোস মিমাংসা করে দেয় আপস মিমাংসার ঠিক পর দিনই সে আমার মামাতো ভাই সহ নিরিহ মানুষ জনকে কুপিয়ে আহত করে এর সঠিক তদন্ত করে এই সন্ত্রাসী রাজুর বিচার দাবি করেন তিনি
এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত