আমাকে জেলে নিতে পারলে মেরে ফেলবে: ইমরান খান

| আপডেট :  ১৪ মার্চ ২০২৩, ১১:৩১  | প্রকাশিত :  ১৪ মার্চ ২০২৩, ১১:৩১

ইমরান খানকে গ্রেপ্তার করা নিয়ে দেশটিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তার বাসভবনের সামনে শত শত নেতাকর্মীরা বিক্ষোভ করে যাচ্ছে। এদিকে ইমরানও গ্রেপ্তার এড়াতে লুকোচুরি খেলছেন। খবর এনডিটিভি

নতুন করে ইমরান খানকে গ্রেপ্তার করা নিয়ে তৎপরতা শুরু করেছে দেশটির পুলিশ। এমন অবস্থায় ফেসবুকে এক ভিডিও বার্তায় ভয়ঙ্কর তথ্য দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় তিনি বলেন, যদি তারা আমাকে জেলে নিতে পারে তাহলে আমাকে মেরে ফেলা হবে।

দুর্নীতি মামলায় লাহোরের বাসভবনে ইমরান খানকে গ্রেপ্তার করতে গেলে তার সমর্থকরা রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে তারা পাথর ছুড়ে মারে। পুলিশ তাদের পিছু হটাতে জল কামান ছোড়ে।

ভিডিও বার্তায় দেশবাসীকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, “পুলিশ আমাকে গ্রেপ্তার করতে এসেছে। তারা মনে করে ইমরান খান জেলে গেলে জনগণ আন্দোলন করবে না। আপনারা পুলিশের এই ধারনাকে ভুল করুন। আপনাদের বুঝিয়ে দিতে হবে জনগণ জীবিত আছে।

৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ তোশাখানা দুর্নীতি মামলার আসামি। পাকিস্তানের নির্বাচন কমিশন গত বছরের অক্টোবরে তাকে প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া উপহার বিক্রির জন্য দোষী সাব্যস্ত করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত