কালকিনিতে ‘স্বপ্ন সুপার সপ’ উদ্বোধন

| আপডেট :  ২৩ মার্চ ২০২৩, ০৭:৫৯  | প্রকাশিত :  ২৩ মার্চ ২০২৩, ০৭:৫৯

রিপোর্ট মো. সবুজ খান. মাদারীপুর থেকে: ‘কষ্টের টাকায় আপনার শ্রেষ্ঠ বাজার’ এ শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনিতে দেশের বৃহত্তম শুনামধন্য মার্কেট “স্বপ্ন সুপার সপ” উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে কালকিনি-ভূরঘাটা সড়কের উপজেলা পশু হাসপাতালের পাসে বাঁশতলা নামকস্থানে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সহ সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বোপারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার মো. লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানা কালকিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান আব্দুল হাই প্রমুখ।

ব্যবসায়ি মহিউদ্দিন বাবু বলেন, এখানে সকল শ্রেণি পেশার লোকজনের জন্য রয়েছে স্বল্পমূল্যে সকল প্রকার বাজার করার সুযোগ সুবিধা। তাই সবাই আসুন প্রতিদিন স্বপ্ন সুপার সপে বাজার করে আপনার সংসারের ব্যয় কমিয়ে ফেলুন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত