মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১ , আহত ২

| আপডেট :  ২৫ মার্চ ২০২৩, ০৫:৪০  | প্রকাশিত :  ২৫ মার্চ ২০২৩, ০৫:৪০

রিপোর্ট মো. সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুরে সড়ক দুর্ঘটনার ইয়ার হোসেন খান (৩০)নামে এক ইজি বাইক চালক নিহত হয়েছেন। এসময় আবুল কাশেমসহ আরো ২জন যাত্রী আহত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে ঢাকা -বরিশাল মহাসড়কে মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ার হোসেন খান সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দুপুরে ইয়ার হোসেন দুইজন যাত্রী নিয়ে মোস্তফাপুর বাস স্টান্ড থেকে তাতীবাড়ির দিকে যাচ্ছিল এসময় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থলে ইয়ার হোসেন মারা যায়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে।

মাদারীপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. জুয়েল শেখ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্বার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এসেছি। আহত ২ জনের মধ্যে ১ জন হাসপাতালে ভর্তি রয়েছে

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত