সোনারগাঁয়ে ড্রেজারের পাইপ বিক্রির গদি ঘর থেকে প্রায় পাচশত পিস ইয়াবা উদ্ধার

| আপডেট :  ১৬ এপ্রিল ২০২৩, ০৪:৫৮  | প্রকাশিত :  ১৬ এপ্রিল ২০২৩, ০৪:৫৪

আল আমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর কবরস্থান সংলগ্ন এলাকায় ড্রেজারের পাইপ বিক্রির অন্তরালে দীর্ঘদিন ধরে একতা এন্টার প্রাইজ নামের গদির ঘর থেকে রমরমা মাদক ব্যবসার অভিযোগ পাওয়া যায়

তারই ধারা বাহিকতায় সোনারগাঁও থানা পুলিশ প্রায় পাচশত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং সন্দেহ জনক ভাবে মো: আসাদ মিয়া নামে একজনকে আটক করে ছেড়ে দেয়ার অভিযোগ করেন এলাকাবাসী।

১৬ এপ্রিল রবিবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর কবরস্থান সংলগ্ন মো: মামুনের একতা এন্টার প্রাইজের ড্রেজারের পাইপ বিক্রির গদি ঘর থেকে প্রায় পাচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন সোনারগাঁও থানার এস আই মো: মোতালেব।

এঘটনায় একতা এন্টার প্রাইজের মালিক মামুনের ছোট ভাই আসাদ মিয়াকে সোনারগাঁও থানা পুলিশ সন্দেহ জনকভাবে মাদক সহ আটক করেন পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের হস্তক্ষেপে আসাদ মিয়াকে ছেড়ে দেন সোনারগাঁও থানা পুলিশ।

একতা এন্টার প্রাইজের গদির মালিক মামুন মিয়া ও আসাদ মিয়া সমপর্কে আপন ভাই উভয়ের পিতার নাম মো: আলি আক্কাস গ্রাম ভিটিকান্দি বলে জানা যায়।

সথানীয়রা অভিযোগ করে বলেন, আসাদ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সাথে জরিত তার বড় ভাই মামুনের ছএ ছায়ায় এই সব মাদক ব্যবসা করে আসছেন। মো: আসাদ মিয়ার নামে আদালতে একটি অস্ত্র মামলা ও রয়েছে বলে অভিযোগ করেন একাধীক এলাকাবাসী।

সোনারগাঁও থানার এস আই মো: মোতালেব জানান একতা এন্টার প্রাইজের পরিত্যক্ত গদি ঘর থেকে আমরা প্রায় পাচশত পিস ইয়াবা উদ্ধার করি সন্দেহ জনক ভাবে আসাদ নামের একজনকে প্রাথমিক ভাবে আটক করি পরে স্থানীয় এলাকাবাসীর অনুরোধে সন্দেহ জনক হওয়ায় সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেই।

এ ঘটনায় মামলা প্রক্রিয়ায়াধীন রয়েছে মাদকসহ আদালতে প্রেরনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত