দুমকিতে গাঁজাসহ আটক ২
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ মো: আইয়ুব হাওলাদার(৪২) ও মো: জাকির হোসেন(২২) নামে দু’জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
শুক্রবার(১২ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাবতলি বাজারের পূর্ব পাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার গাবতলি গ্রামের মৃত. শামসু হাওলাদারের ছেলে মো: আইয়ুব হাওলাদার ও আঃ সত্তার মুন্সির ছেলে মো: জাকির হোসেন।
এস আই আবুল কালাম জানান, আসমী আইয়ুব হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে পরিত্যক্ত ভিটি থেকে আসামি আইয়ুবের লুঙ্গির পোটলা থেকে ৪০ গ্রাম ও আসামি জাকির হোসেনের প্যান্টের পকেট থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেছি।
দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে কোর্ট সোপর্দ করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত