মাদারীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

| আপডেট :  ১৬ মে ২০২৩, ০৪:৩৪  | প্রকাশিত :  ১৬ মে ২০২৩, ০৪:৩৪

রিপোর্ট মো. সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুর ক্যাম্প কতৃক দীর্ঘ ০৯ বছর পলাতক থাকা বহুল আলোচিত চাঞ্চল্যকর সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধান আসামি মো. আল আমিন তুফান শেখ রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুর জেলার শিবচর থানা এলাকার সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত প্রধান আসামীক আল আমিন তুফান শেখ নামের একজন কে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর।

জানা যায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার জাদুয়ার চর এলাকার বেলায়েত খান এর ছেলে মৃত্যু দন্ড প্রাপ্ত আসামী মোঃ আল আমিন(২৭) র‌্যাব-৮,এর সি পি সি-৩, মাদারীপুর ক্যাম্পের আভিযানিক দল র‍্যাব এর গোয়েন্দা শাখার সহায়তায় গত (১৪ মে) রবিবার ২০২৩ ইং তারিখ সকাল ০৮.৩৫ ঘটিকার সময় ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মাদারীপুর র‌্যাব-৮ এর লে: কমান্ডার মোস্তাকিম রসুল সাংবাদিকদের বলেন,আসামি মো. আল আমিনের সাথে তার সৎ ভাই নিহত সোহেল মল্লিকের ব্যাবসা বানিজ্য নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলমান ছিল। এরই ধারাবাহিকতায় রাগের বশবর্তী হয়ে আসামি আল আমিন পরিকল্পিত ভাবে সোহেল কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গত ০৮/০৮/ ২০১৩ সালে রাত্রি অনুমান ০১.০০ ঘটিকার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন তার নিজ বসত বাড়ীতে হত্যা করে ঘরের ভিতর খাটের নিচে লেপ ও বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় রেখে পালিয়ে যায়।

পরে হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধান আসামী আল আমিন দীর্ঘ ৯ বছর পলাতক থাকার বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করেন। এরই ফলশ্রুতিতে হত্যা কান্ডের ঘটনায় জড়িত প্রধান আসামীকে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৮

উল্লেখ্য যে এ ঘটনায় নিহতের পিতা ছিদ্দিক মল্লিক (৬৫), মাদারীপুর জেলার শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যাহার শিবচর থানার মামলা নং-০৮, তারিখ- ০৯/০৮/২০১৩ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত