ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শিগগিরই বাংলাদেশ সফরে আসছে ভারত

| আপডেট :  ২০ মে ২০২৩, ০৯:১৬  | প্রকাশিত :  ২০ মে ২০২৩, ০৯:১৬

চলতি বছরটা বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের জন্য অত্যন্ত ব্যস্ত একটি বছর। ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও। শ্রীলঙ্কা থেকে দ্বিপক্ষীয় সিরিজ শেষ করে দেশে ফিরেছে নিগার সুলতানা জ্যোতিরা। এবার তারা প্রস্তুত হচ্ছে ভারতের বিপক্ষে খেলার জন্য।

আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে ভারতীয় নারী দল বাংলাদেশ সফর করবে আগামী জুন-জুলাইয়ে। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও থাকছে দ্বিপক্ষীয় এ সিরিজে।

মূলত বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অংশ ওয়ানডের ম্যাচগুলো। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু।

আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ হয়েছে বাংলাদেশের। এর মধ্যেই দুইটি ম্যাচই হেরেছে বাংলাদেশ নারী দল। বাকি চার ম্যাচ বিভিন্নি করাণে পরিতক্ত্য বা খেলা হয়নি। ছয় মেয়ে বাংলাদেশের পয়েন্ট ৩। সমান সংখ্যক ম্যাচে ৬ জয় নিয়ে ভারতের পয়েন্ট ১২।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত