পাকিস্তান থেকে যে আশ্বাস পেলে এশিয়া কাপ খেলবে ভারত

| আপডেট :  ২১ মে ২০২৩, ০২:৪০  | প্রকাশিত :  ২১ মে ২০২৩, ০২:৪০

এশিয়া কাপের ১৬তম আসরের আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত টুর্নামেন্টটিতে অংশ নিতে পাকিস্তান সফর করতে রাজি নয়। এই জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব করে। বিপরিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ঘরের মাঠে টুর্নামেন্টটি আয়োজনে অনড়।

আর তাই ভারতের অংশ গ্রহণ বাস্তবায়নে হাইব্রিড মডেলের আসর আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি। ভারতের ম্যাচগুলো হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে- এমন প্রস্তাবকে হাইব্রিড মডেল বলা হচ্ছে। সেক্ষেত্রে ভারত নিজেদের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলবে।

পিসিবি পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজাম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেলে বলা হয় টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে খেলা হবে। তদুপরি, ভারতের ম্যাচ এবং ফাইনালসহ পরবর্তী পর্ব একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে (আরব আমিরাতে)।

এদিকে ভরত যদি পাকিস্তানের দেয়া হাইব্রিড মডেলটিও না মানে তবে তারাও ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে না।

পিসিবি সূত্রে জানা যায়, অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। পিসিবির কর্মকর্তাদের জানানো হয়েছে যে বিসিসিআই এবং এসিসি সদস্যরা পাকিস্তান কর্তৃক প্রস্তাবিত হাইব্রিড মডেলটি গ্রহণ করতে ইচ্ছুক। বিনিময়ে, বিসিসিআই পিসিবি থেকে আশ্বাস চায় যে তারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য তাদের দল ভারতে পাঠাবে।

যদিও এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এই বিষয়ে কোনও উত্তর দেয়নি, তবে ধারণা করা হচ্ছে পিসিবি এই প্রস্তাবে রাজি হবে। খবর ক্রিকেট পাকিস্তান।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২০ মে) ছুটির দিন থাকা সত্ত্বেও, পিসিবি কর্মকর্তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি ইমেলের জন্য অপেক্ষা করছিলেন যা কখনও আসেনি।

এদিকে, বিসিসিআই আগামী ২৭ মে আহমেদাবাদে একটি বিশেষ সাধারণ সভার আহ্বান করেছে। যেখানে মূল আলোচনার বিষয় আসন্ন ওয়ানডে বিশ্বকাপ। ওই সভায় উল্লিখিত হাইব্রিড মডেল অনুমোদিত হতে পারে। এবং সেদিন দিনই বিশ্বকাপের সূচিও ঘোষণা হওয়ার কথা রয়েছে।

বিসিসিআই পূর্বোক্ত বৈঠকের আগে বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়ে পিসিবি থেকে আশ্বাস পেতে চাইবে। পিসিবি প্রধান আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান খেলা অনুষ্ঠিত হওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতও এশিয়া কাপের দ্বিতীয় পর্ব আয়োজন করতে আগ্রহী। গরম এড়াতে এমিরেটস ক্রিকেট বোর্ড বিকাল সাড়ে ৪টা থেকে ম্যাচ শুরু করার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, এশিয়া কাপ আগামী ২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত