আপনাদের সাহস যেখানে শেষ, আমাদের সেখানে শুরু: সোহেল
বাহারুল পলাশবাড়ী,গাইবান্ধাঃবিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন- আওয়ামী লীগ ২০১৪ সাল থেকে বিতর্কিত নির্বাচন করে চলেছে। রাত জেগে বড় চোররা ছোট চোর দিয়ে ভোট চুরি করে সরকার গঠন করেছে। দেশে তারা ভোট চুরি কালচার শুরু করেছে। এটি আর হতে দেওয়া হবে না। শক্ত হাতে দমন করবে বিএনপি।
শনিবার (২৭ মে) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোহেল বলেন, আওয়ামী লীগ সব গুণ্ডপাণ্ডা, মাস্তান-খুনিদের নিয়ে সমাবেশ আর পিস্তল নিয়ে মিছিল করছে। তারা নাম দিয়েছে শান্তি সমাবেশ। আপনাদের সাহস যেখানে শেষ, আমাদের সাহস সেখান থেকে শুরু।
নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, নেতাকর্মীদের গ্রেফতারসহ ১০ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডা. মইনুল হাসান সাদিক।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, মোশাররফ হোসেন বাবু, মঞ্জুর মোরশেদ বাবু, আনিছুর রহমান নাদিম, রাগীব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত