কৃষিতে উৎপাদন বেড়েছে: হুইপ গিনি
বাহারুল, পলাশবাড়ী, গাইবান্ধাঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষিতে উৎপাদন বেড়েছে। তাই অর্থনৈতিকভাবে কৃষকরা স্বাবলম্বী হয়েছে।
শনিবার (২৭ মে) বিকেলে গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুইপ গিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে খামারি ও ব্যক্তি পর্যায়ে প্রাণিসম্পদেও উৎপাদন বাড়ছে। এতে করে খামারিরা আর্থিকভাবে উন্নয়ন হবে।
জেলা পশু সম্পদ কার্যালয় চত্বরে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাছুদার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত, ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা শেষে গাইবান্ধা সদর উপাজেলার ১৩টি ইউনিয়নের ৪০০ উপকারভোগীদের মাঝে খাদ্য, ট্রলি, বেলচা, ম্যাট, মগ সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত