দুদকের উদ্যোগে পলাশবাড়ীতে আন্তঃজেলা স্কুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

| আপডেট :  ০১ জুন ২০২৩, ০৯:৫৩  | প্রকাশিত :  ০১ জুন ২০২৩, ০৯:৫৩

বাহারুল, পলাশবাড়ী, গাইবান্ধা: আমরাই পারবো বড় হয়ে দেশের দায়িত্ব নিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করতে এই আমাদের অঙ্গিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমনে সচেতনতা বৃদ্ধিতে মাধ্যমিক পর্যায়ে আন্তঃজেলা স্কুল বিতর্ক প্রতিযোগীতায় ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকাল হতে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগীতা । শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও দুর্নীতি দমন কমিশন রংপুর এর সমন্বিত জেলা কার্যালয়ের অর্থায়নে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধূরী বিদ্যুৎ।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারি পরিচালক মমিন উদ্দিন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নবীউল ইসলাম।

শিক্ষক মিজানুর রহমান মিজান ও পলাশ সরকার সুজনের এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অলিউর রহমান বাদল, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাহিত্য কেন্দ্রের সদস্য আব্দুল্লাহ আদিল নান্নুসহ অন্যান্যরা।

প্রতিযোগীতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমারের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম বিচারক হিসাবে দায়িত্বপালন করেন এতে উপজেলার ৬ টি বিদ্যালয়ের মধ্যে আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় প্রথম, পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় হিসাবে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত