মাদ্রাসা শিক্ষার্থী রিফাতের সরলতায় মুগ্ধ নেটিজেনরা

| আপডেট :  ০৪ জুন ২০২৩, ১১:৪১  | প্রকাশিত :  ০৪ জুন ২০২৩, ১১:৪১

বাংলাদেশের জাতীয় মাছের নাম ‘পাঙ্গাশ’ কিংবা ইংরেজি সাত দিনের নাম ভুল উচ্চারণ করে সম্প্রতি আলোচনায় এসেছেন সুনামগঞ্জের জামালগঞ্জের একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থী রিফাত। তার সরলতা এবং আত্মবিশ্বাসের কারণে তাকে নিয়ে আলোচনায় মাতে নেটিজেনরা। আলোচনা-সমালোচনা থাকলেও তার সরলতা নজর কেড়েছে সবার।

জামালগঞ্জের স্থানীয় লম্বাবাঁক পশ্চিমপাড়া আব্দুস সোবহান তালুকদার ও লালমিয়া তালুকদার নূরানীয়া মাদ্রাসায় শিশু শ্রেণির শিক্ষার্থী রিফাতের সরলতায় মুগ্ধ হয়ে মাদ্রাসায় পাঠদান-কালে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তার শিক্ষক আব্দুল কুদ্দুস। এরপরই তা ছড়িয়ে পড়ে ইন্টারনেটের বিস্তৃত দুনিয়ায়। এ নিয়ে এখন আলোচনায় ২০২১ সালে যাত্রা করা মাদ্রাসাটি; এখানে রিফাতকে দেখতে ও তার সাথে ছবি তুলতে নিয়মিত আসছেন আশ-পাশের মানুষরা।

রিফাতের বাড়ি জামালগঞ্জের বেহেলি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। তার বাবা মো. মহিবুর রহমান একটি মুদি দোকান কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে, রিফাত পড়াশোনা করার জন্য থাকেন তার নানা বাড়িতে। শুরুতে নানা ভুল উত্তর দিলে এখন শিশু শ্রেণির শিক্ষার্থী রিফাত জানেন বাংলাদেশের জাতীয় মাছ ‘ইলিশ’ এবং ইংরেজি সাত দিনের নাম। শিক্ষার্থী হিসেবে সে খুবই ভালো; কোনো কিছু জিজ্ঞাসা করলে তা সঠিক বা ভুল হোক উত্তর দেবার চেষ্টা করে রিফাত—বলছেন রিফাতের শিক্ষক।

রিফাতের নানা জানান, তার নাতি রিফাত লেখাপড়ায় খুবই ভালো। তার পড়াশোনায় আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, সে পড়াশোনা করে আলেম-ওলামা হবে; আমি মরলে আমার জন্য দোয়া করবে।

রিফাতের শিক্ষক আব্দুল কুদ্দুস জানান, রিফাতকে কোনো কিছু জিজ্ঞেস করলে সে তার জবাব দেওয়ার চেষ্টা করে। তার শেখায় রয়েছে আগ্রহ রয়েছে এবং তাকে কোনো কিছু একবার শিখিয়ে দিলে তা রিফাত মনে রাখতে পারে। আমি তাকে প্রশ্ন করার পর তার ভুল উত্তর শোনার পড়ার আমার আগ্রহ থেকেই তাকে আরও প্রশ্ন করি। কোনো উদ্দেশ্য নিয়ে নয় বরং তার আগ্রহ থেকেই তার এসব কাজের চিত্র-ধারণ—যুক্ত করেন রিফাতের শিক্ষক।

রিফাতের প্রশংসা করে তার শিক্ষক ক্বারি আব্দুল কুদ্দুস বলছেন, তার যথেষ্ট মেধা রয়েছে; আশা করা যায় সে অনেক বড় একজন আলেম হবে।

সুরমা পাড়ের পাঁচ বছর বয়সী শিক্ষার্থী রিফাত বড় হয়ে হয়ে কি হবেন—এমন প্রশ্নে তার সরল জবাব হুজুর, মৌলানা (মাওলানা বা আলেম) এবং পুলিশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত