ইউটিউবার ব্লগার ফিজের পরিবারকে মারধর ও হুমকি

| আপডেট :  ০৫ জুন ২০২৩, ০৯:২২  | প্রকাশিত :  ০৫ জুন ২০২৩, ০৯:২২

দেশ-বিদেশসহ জনপ্রিয় ব্লগার মো. ফিজ ও তার পরিবারকে মারধরের হুমকি দিয়েছে আকাশ নামের এক কিশোর গ্যাং লিডার। এমনটি অভিযোগ ব্লগার মুস্তাফিজুর রহমান ওরফে মো. ফিজ এর। এ বিষয়ে গত ০৪/০৯/২০২২ তারিখে তিনি মেহেরপুরের গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি ও করেছেন। পরবর্তীতে সাময়িক মীমাংসা হলেও গত কয়েকদিন আগে আশরাফুল ইসলাম আকাশ আবারও ফোন দিয়ে ফিজ এর পরিবারকে হুমকি ধামকি দেয়।

আকাশ গাংনি উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মো. রশিদের ছেলে। ফিজ বাংলাদেশের ইউটিউবার (ব্লগার) এবং গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ফিজ বলেন, আমাকে মেরেছে গত সেপ্টেম্বর মাসের ০৪ তারিখে তখন থেকেই আমাকে প্রায় হুমকি দেই মারবে। গতকাল আবার বাবা মাকে কল দিয়ে হুমকি দেই, এই কিশোর গ্যাং এর লিডার আকাশ। যে আমাকে গ্রামে যেতে দিবে না, গ্রামে গেলে আবার মারবে বলে হুমকি দেয়।

ফিজ বলেন, এজন্য আমি গতকাল আমার ফেসবুকে লাইভ করেছি এখন বিষয়টা সবাই জানে। আমি ভয়ে গ্রামেও যেতে পারছি না।

ফিজ আরও বলেন, মূলত আকাশ একজন পথচারিকে বাশবাড়িয়া বাজারে মারধর করছিল। আমি সেখানে পথচারিকে রক্ষা করি, এ কারণেই সে আমাকে সেখানে মারধর করে, এরপর তারা ডেগার নিয়ে রাস্তায় দাড়িয়ে থাকে আমাকে মারবে বলে। তারপর আমরা এটা নিয়ে একটা মিমাংসা করি। পরে আমি ৩ মাস পর ভারত থেকে এসে গ্রামে যায়। ঐ দিন রাত ৮টার দিকে পিছন থেকে লাথি চড় মারলে আমি তখন মাটিতে লুটে পড়ি।

তখনও আমি কিছু বলিনি কারণ এতে আমার মেহেরপুরের সুনাম নষ্ট হতে পারে। কিন্তু বিষয়টি এমন হয়ে গেছে যে আমি কিছু না বলে আর থাকতে পারলাম না। আমি এখন এসবের বিচার চাই।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত