সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁও প্রেস ক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ

| আপডেট :  ১৮ জুন ২০২৩, ০৪:৫৫  | প্রকাশিত :  ১৮ জুন ২০২৩, ০৪:৫৫

আল আমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ: সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জুন) সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান মামুন, রবিউল হুসাইন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সুমন, সামছুল আলম তুহিন, আনিস, নজরুল ইসলাম শুভ, পারভেজ, উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি শংকর প্রকাশ, গিয়াস কামাল, সেলিম রেজা, সালাহ উদ্দিন, শাহজালাল, কামরুল ইসলাম, সজীব হোসেন প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকরা গোলাম রব্বানি নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে হত্যা কান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে প্রেস ক্লাব কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়।

 

উল্লেখ্য যে, সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে বাবু চেয়ারম্যান ছাড়াও আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সকালে পঞ্চগড় এবং বিকালে বগুড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- মনিরুজ্জামান মনির ও জাকিরুল ইসলাম। এছাড়া বগুড়ার দুপচাঁচিয়া এলাকা থেকে এ হত্যা মামলার চার নম্বর আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড় থেকে গ্রেপ্তার তিনজনকে ঢাকায় আনা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত