অবশেষে তামিমের ইস্যুতে মুখ খুললেন সাকিব
বাংলাদেশ ক্রিকেটের এক কিংবদন্তির নাম তামিম ইকবাল। একটা সময় বাংলাদেশ দলে যখন ওপেনিংয়ে ভরসার কোনো নাম ছিল না। তামিমই দেখিয়েছিলেন সেই আশার আলো। ক্যারিয়ারের শুরুতেই সাবলীলভাবে আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরানোর কাজটা করতেন এই বাঁ-হাতি ব্যাটার।
এরপর তার ১৬ বছরের ওপেনিং ক্যারিয়ারে অনেক সঙ্গী এসেছেন গেছেন কিন্তু ঢাল হয়ে বাংলাদেশ দলের ভরসা ছিলেন তামিম। তবে এই তারকা বোর্ডের প্রতি চরম অভিমানে বৃহস্পতিবার (০৬ জুলাই) চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবসরের ঘোষণা দেন।
তামিমের বিদায় মেনে নিতে পারছেন না তার অনেক সতীর্থ। মাশরাফি থেকে মুশফিক, মাহমুদউল্লাহ, সবাই তামিম ইস্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন। তবে সারাদিন পার হয়ে গেলেও এই ইস্যুতে কথা বলেননি সাকিব।
অবশেষে বন্ধু ও প্রিয় সতীর্থকে নিয়ে মুখ খুললেন সাকিব। শুক্রবার (০৭ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে তামিমের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন সাকিব। ইংরেজি ও বাংলায় সাকিব তার স্ট্যাটাসে লেখেন, ২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।
আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।
একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিলাম – আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য।
তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।
তোমার সাথে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে…কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে।
তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্তগুলি উপভোগ কর।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত