আফগানিস্তানের কাছে হেরে যা বললেন লিটন

| আপডেট :  ০৯ জুলাই ২০২৩, ০১:৫৫  | প্রকাশিত :  ০৯ জুলাই ২০২৩, ০১:৫৫

প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ৩৩২ রানের লক্ষ্যে নেমে ১৪২ রানের বিশাল হারের স্বাদ পেয়েছে। ঘরের মাঠে আফগানিস্তান এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে।

লজ্জার এই হারের দায় বোলারদের দিলেন তামিমের জায়গায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে নেতৃত্বভার পাওয়া লিটন দাস। তার মতে, টস জিতে বোলিং নেওয়ার পর বোলারদের দায়িত্ব নিতে হতো।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘যখন আপনি টস জিতে বোলিং নেবেন… বোলাররা তাদের কাজটা করতে পারেনি। আমরা বল হাতে এবং ফিল্ডিংয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেভাবে গুরবাজ এবং ইব্রাহিম (দুই আফগান ওপেনার) ব্যাট করেছে ওদের কৃতিত্ব দিতে হবে।’

আফগানরা টস হেরে ব্যাট করে ওয়ানডেতে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ৩৩১ রান তোলে। দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম সেঞ্চুরি তুলে নেন। তারা দেশের পক্ষে রেকর্ড ২৫৬ রানের জুটি গড়েন। ওই জুটির কাছেই হেরেছে বাংলাদেশ।

আফগানদের মতো ওপেনাররা ভালো করলে ওই রান তাড়া করা সম্ভব ছিল বলেও জানিয়েছেন লিটন, ‘ওপেনার হিসেবে ২০-২৫ ওভার ব্যাটিং করতে পারলে…, এটা কঠিন নয়। কিন্তু তার জন্য পাওয়ার প্লেতে উইকেট না দেওয়ার জন্য নিয়ন্ত্রণ নিয়ে খেলতে হবে, কারণ ওদের খুব ভালো বোলার আছে।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত